ড্রাইভিং লাইসেন্স-এর সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Short questions and answers about driving license

 

১। কুলিং ফ্যানের কাজ কী ?

রেডিয়েটরের পানিকে ঠাণ্ডা করা।

 

২। ক্লাচের কাজ কি?

ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযোগ করা ও বিচ্ছিন্ন করা

 

৩। টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কী নির্দেশ করে ?

ইঞ্জিনের কার্যকরী তাপমাত্রা।

 

৪। ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক ওয়েলে লেভেল কম থাকলে কী হতে পারে ?

ব্রেক ফেল

 

৫। এয়ার ক্লিনারের কাজ

বাতাস পরিষ্কার করা

 

৬। পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি ?

 ১টি

 

৭। গাড়ি স্টার্ট না হওয়ার কারন কী ?

 প্রয়োজনীয় জ্বালানী না থাকলে

 

৮। কোন জায়গায় অবশ্যই হর্ণ বাজাতে হবে ?

অন্ধ বাঁকে

 

৯। সাইলেন্সারের কাজ কি?

শব্দকে নিয়ন্ত্রণ করা

 

১০। ফুয়েল ও বাতাসকে নিদ্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে-

কার্বুরেটর

 

১১। ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে?

এয়ার লক

 

১২। স্পার্ক প্লাগ কোথায় থাকে?

পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে

 

১৩। হেড লাইট না জ্বললে প্রমে কী চেক করতে হয় ?

নির্ধারিত ফিউজ

 

১৪। ইঞ্জিনের কুলিং সিষ্টেমে কুলিং মিডিয়া হিসেবে সাধারনত কি ব্যবহৃত হয়?

পানি

 

১৫। রেডিয়েটরের কাজ কি?

পানি ঠান্ডা করা

 

১৬। চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে করনীয় কী ?

সুবিধামতো স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে

 

১৭। গাড়িতে ব্যবহৃত ব্যাটারিতে ইলেট্রোলাইড এর লেভেল কমে গেলে কী ব্যবহার করতে হবে ?

ডিস্টিল্ড ওয়াটার

 

১৮। লুব ওয়েল কোথায় দিতে হয়?

হেড কভারে

 

১৯। ইঞ্জিনের ওয়েলের মেয়াদ শেষ হলে নতুন ওয়েল প্রবেশ করানোর সাথে আর কী পরিবর্তন অবশ্যই আবশ্যক ?

ইঞ্জিন ওয়েল ফিল্টার

 

২০। ইঞ্জিনের মবিল কত কিঃ মিঃ চালানোর পর বদল করা উচিত ?

প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল/হ্যান্ডবুক মোতাবেক নির্দিষ্ট মাইল/কিলোমিটার চলার পর

 

২১। টায়ার বাষ্ট হলে গাড়ি নিয়ন্ত্রন রাখার জন্য-

 এক্সিলেটর থেকে পা সরিয়ে নিয়ে গাড়ি থামা পর্যন্ত ষ্টিয়ারিং ধরে রাখা

 

২২। ডিসটিল্ড ওয়াটার কোথায় ঢালতে হয়?

ব্যাটারিতে

 

২৩। গাড়ির গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই

 ক্লাচ পেডেল চাপ দিতে হবে

 

২৪। মোটরসাইকেলের সর্বোচ্চ গতিবেগ কত?

৭০ মাইল/ঘণ্টা

 

২৫। সবুজ আয়তক্ষেত্রে ট্রাফিক সাইন ফলক কোনটি?

সাধারণ তথ্য প্রদান করে

 

২৬। গোল চক্করে গাড়ি চালানোর নিয়ম-

ডান দিক থেকে আগত গাড়িকে প্রাধান্য দিন

 

২৭। গাড়ি চালানো অবস্থায় ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বলতে দেখলে-

 থামার জন্য প্রস্তুতি নিতে হবে

 

২৮। নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন?

তথ্যমূলক সাইন

 

২৯। ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার?

৩ প্রকার

 

৩০। গাড়ি চালানো অবস্থায় ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বলতে দেখলে-

থামার জন্য প্রস্তুতি নিতে হবে

 

৩১। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?

১৮ বছর

 

৩২। মোটরসাইকেলের সর্বোচ্চ গতিবেগ কত?

৭০ মাইল/ঘণ্টা

 

৩৩। ড্রাইভিং লাইসেন্সের ধরন-

পেশাদার এবং অপেশাদার

 

৩৪। ঘন কুয়াশার মধ্যে রাস্তায় গাড়ি চালাইতে হেড লাইট জ্বালাইতে হয় কেন ?

গাড়ির অবস্থান বুঝানোর জন্য

 

৩৫। যেখানে ওভারটেকিং নিষেধ সেখানে ওভারটেকিং করলে কত টাকা জরিমানা ?

১০০ টাকা পর্যন্ত

 

৩৬। বাজার এলাকায় অতিক্রমের সময়ে গাড়ির গতিবেগ কত থাকা উচিৎ ?

 ট্রাফিক সাইনে নির্দেশিত গতিসীমা

 

৩৭। মোটর গাড়ির কাগজপত্র সর্বদা কে চেক করতে পারেন ?

 পোষাক পরিহিত সর্বনিন্ম সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার, বিআরটিএ’র কর্মকর্তা, মোবাইল কোর্ট

 

৩৮। প্রকাশ্য সড়কে বা প্রকাশ্য স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কত টাকা জরিমানা ?

৫০০ টাকা পর্যন্ত

 

৩৯। পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?

 ২০ বছর

 

৪০। ইনসুরেন্সবিহীন অবস্থায় গাড়ি চালনার শাস্তি কি?

২,০০০ টাকা পর্যন্ত জরিমানা

 

৪১। একজন চালক বিরতিহীনভাবে কত ঘন্টা গাড়ি চালাতে পারে?

০৫ ঘন্টা

 

৪২। শুকনা পাকা রাস্তায় ৫০ কিলোমিটার বেগে চললে ব্রেক করলে থামার দূরত্ব-

 ২৫ মিটার

 

৪৩। গাড়ি দুর্ঘটনা ঘটলে সর্বপ্রম দায়িত্ব কি?

আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা

 

৪৪। রাস্তায় গাড়ি চালাইবার সময় সাইড মিরর (লুকিং গ্লাস) প্রতি মিনিটে কত বার দেখা উচিৎ?

৬ বার

 

৪৫। মোটরযান আইনে ক্ষতিকর ধোঁয়া নির্গত গাড়ি চালনার শাস্তি কি ?

২০০ টাকা পর্যন্ত জরিমানা

 

৪৬। রাত্রিকালীন বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেড লাইটের আলো কি করা উচিত?

 ডিম করা উচিত

 

৪৭। প্রধান রাস্তায় প্রবেশের সতর্কতা হল -

ইন্ডিকেটর দিয়ে গাড়ির গতি কমিয়ে প্রধান রাস্তার গাড়িকে অগ্রাধিকার প্রদান করা

 

৪৮। অপেশাদার ও পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?

১৮ ও ২০ বছর

 

৪৯। মোটরযান আইনে বীমার প্রয়োজনীয়তা কিসের জন্য?

তৃতীয় পক্ষের ঝুকির জন্য

 

৫০। মোটরযানের বীমা (ইন্সুরেন্স) কোথায় করতে হয় ?

সাধারণ বীমা কোম্পানিতে

 

৫১। মোটরযানের বীমা (ইন্সুরেন্স) কোন ধরনের বীমার আওতাভুক্ত ?

সাধারন বীমা

 

৫২। মোটরযানের বীমার প্রয়োজনীয়তা মোটরযান অধ্যাদেশে কোন ধারায় বর্ণিত আছে?

 ১০৯ ধারায়

 

৫৩। অবীমাকৃত মোটরযান চালনা করলে সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে ?

 ২০০০ টাকা পর্যন্ত

 

৫৪। অবীমাকৃত গাড়ি চালনার শাস্তি বর্ণনা করা হয়েছে মোটরযান অধ্যাদেশ এর কত ধারায় ?

 ১৫৫ ধারায়

 

৫৫। দুর্ঘটনা ঘটার কত সময়ের মধ্যে বীমা কোম্পানীর নিকট ক্ষতিপূরণের আবেদন করতে হবে?

৬ মাস সময়ের মধ্যে

 

৫৬। বীমাকৃত গাড়ির ফিটনেস/টোকেন এর মেয়াদ উত্তীর্ন হয়েছে এমতাবাস্থায় দুর্ঘটনায় পতিত হলে বীমাকৃত ব্যক্তি ক্ষতিপূরণ পাবে কিনা ?

পাবে না

 

৫৭। মোটরযান আইনে কোন প্রকারের বীমা বাধ্যতামূলক?

তৃতীয়পক্ষ

 

৫৮। কম্প্রিহেনসিভ বীমার ক্ষেত্রে কে ক্ষতিপূরণ পাবে ?

গাড়ি ও তৃতীয় পক্ষ উভয়ই

 

৫৯। তৃতীয়পক্ষের মধ্যে অর্ন্তভুক্ত হবে কে?

সরকার

 

৬০। তৃতীয়পক্ষ বীমার ক্ষেত্রে ক্ষতিপূরন দেয়া হয় না -

গাড়ির

 

৬১। মোটরযান আইনে কোন প্রকারের বীমা বাধ্যতামূলক?

তৃতীয়পক্ষ

 

৬২। ফাষ্ট এইড কি ?

প্রাথমিক চিকিৎসা

 

৬৩। ফাষ্ট এইড বাক্সে সাধারনত কি কি থাকে ?

সামান্য কিছু ঔষধ, এন্টিসেপটিক, তুলা, ব্যান্ডেজ

 

৬৪। সবুজ রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন?

পথনির্দেশক তথ্যমূলক সাইন, যা জাতীয় মহাসড়কে ব্যবহৃত হয়।

 

৬৫। প্রশ্ন: লাল ত্রিভুজাকৃতির সাইন কী নিদের্শনা প্রদর্শন করে ?

সতর্ক হওয়ার নির্দেশনা প্রদর্শন করে।

 

৬৬। প্রশ্ন: নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন ?

সাধারণ তথ্যমূলক সাইন।

 

৬৭। প্রশ্ন: ট্রাফিক লাইট সিগন্যালের চক্র বা অনুক্রম (sequence) গুলি কী কী ?

লাল-সবুজ-হলুদ এবং পুনরায় লাল।

 

৬৮। প্রশ্ন: পাকা ও ভালো রাস্তায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত হবে?

২৫ মিটার।

 

৬৯। প্রশ্ন: পাকা ও ভালো রাস্তায় ৫০ মাইল গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত হবে ?

 ৫০ গজ বা ১৫০ ফুট।

 

৭০। প্রশ্ন: লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কী বুঝায় ?

হর্ন বাজানো নিষেধ।

 

৭১। প্রশ্ন: লাল বৃত্তের ভিতরে একটি বড় বাসের ছবি থাকলে কী বুঝায় ?

 বড় বাস প্রবেশ নিষেধ।

 

৭২। প্রশ্ন: লাল বৃত্তে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কী বুঝায় ?

 পথচারী পারাপার নিষেধ।

 

৭৩।  প্রশ্ন: লাল ত্রিভুজে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কী বুঝায় ?

 সামনে পথচারী পারাপার, তাই সাবধান হতে হবে।

 

৭৪। প্রশ্ন: লাল বৃত্তের ভিতর একটি লাল ও একটি কালো গাড়ি থাকলে কী বুঝায় ?

 ওভারটেকিং নিষেধ।

 

৭৫।  প্রশ্ন: আয়তক্ষেত্রে ‘P’ লেখা থাকলে কী বুঝায় ?

পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান।

 

৭৬। প্রশ্ন : গাড়ির পেছনের অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পর পর লুকিং গ্লাস দেখতে হবে ?

 প্রতিমিনিটে ৬ থেকে ৮ বার।

 

৭৭। প্রশ্ন : গাড়ির সামনে ও পিছনে লাল রঙের ইংরেজি “L” অক্ষরটি বড় আকারে লেখা থাকলে এরদ্বারা কী বুঝায় ?

এটি একটি শিক্ষানবিশ ড্রাইভারচালিত গাড়ি। এই গাড়ি হতে সাবধান থাকতে হবে।

 

৭৮। প্রশ্ন: গাড়িতে গাড়িতে নিষিদ্ধ হর্ন কিংবা উচ্চশব্দ উৎপাদনকারী যন্ত্র সংযোজন ও তা ব্যবহার করলে শাস্তি কী ?

১০০ টাকা পর্যন্ত জরিমানা (মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ১৩৯ ধারা)।

 

৭৯। প্রশ্ন: নির্ধারিত গতির চেয়ে অধিক বা দ্রুত গতিতে (Over Speed) গাড়ি চালনার শাস্তি কী ?

প্রথমবার অপরাধের জন্য সর্বোচ্চ ৩০ দিন কারাদন্ড- বা ৩০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দন্ড-। পরবর্তীতে একই অপরাধ করলে সর্বোচ্চ ৩ মাস কারাদন্ড- বা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দন্ড- এবং ড্রাইভিং লাইসেন্সের কার্যকারিতা ১ মাসের জন্য স্থগিত (মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ১৪২ ধারা)।

 

৮০। প্রশ্ন: ক্ষতিকর ধোঁয়া নির্গত গাড়ি চালনার শাস্তি কী ?

২০০ টাকা জরিমানা (মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ধারা-১৫০)।

 

৮০।  প্রশ্ন: নির্ধারিত ওজন সীমার অধিক ওজন (Over Load) বহন করে গাড়ি চালালে বা চালানোর অনুমতি দিলে শাস্তি কী ?

প্রমবার ১,০০০ পর্যন্ত জরিমানা এবং পরবর্তী সময়ে ৬ মাস পর্যন্ত কারাদন্ড অথবা ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়দন্ড (ধারা-১৫৪)। এই ক্ষেত্রে মালিক ও চালক উভয়েই দন্ডিত হতে পারেন ।

 

৮২। প্রশ্ন: ইনসিওরেন্স বিহীন অবস্থায় গাড়ি চালনার শাস্তি কী ?

২,০০০ টাকা পর্যন্ত জরিমানা (মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ধারা-১৫৫)।

 

৮৩। প্রশ্ন: গাড়ি রাস্তায় চলার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে প্রমে কী চেক করতে হবে ?

ফুয়েল বা জ্বালানি আছে কি না চেক করতে হবে।

 

৮৪। প্রশ্ন: ফুয়েল ও অয়েল বলতে কী বুঝায় ?

ফুয়েল বলতে জ্বালানি অর্থাৎ পেট্রোল, অকটেন, সিএনজি, ডিজেল ইত্যাদি বুঝায় এবং অয়েল বলতে লুব্রিকেটিং অয়েল বা লুব অয়েল বা মবিল বুঝায়।

 

৮৫। প্রশ্ন: ইঞ্জিনে অয়েল (মবিল) এর পরিমাণ কিসের সাহায্যে পরীক্ষা করা হয় ?

ডিপস্টিক এর সাহায্যে।

ড্রাইভিং লাইসেন্স-এর সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
আজকের চাকরির খবর
চাকরির খবর

👇কমেন্ট করুন👇

একটি মন্তব্য পোস্ট করুন

এ সপ্তাহে প্রকাশিত সকল চাকরির পত্রিকা গুলো একসঙ্গে দেখুন নিচের দেওয়া লিংক গুলো থেকে

বেশি পদের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য গুলো পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel