কম্পিউটার নিয়ে পরীক্ষায় আসা প্রশ্ন এবং উত্তর-৩ | Questions and answers in computer test-3

 

০১। ডিজিটাল কমপিউটার কত প্রকার?

৪ প্রকার।

 

০২। সবচেয়ে শক্তিশালী কমপিউটার হল

- সুপার কমপিউটার।

 

০৩। বাংলাদেশে কয়টি সুপার কমপিউটার রয়েছে?

- একটিও নয়।

 

০৪। ডাটাবেজ সংক্রান্ত সফ্টওয়্যার কোনটি?

D Base.

 

০৫। বাংলাদেশের প্রথম কম্পিউটারটি কি ছিল?

- মেইনফ্রেম।

 

০৬। মাইক্রো শব্দের অর্থ কী?

- ুদ্র।

 

০৭। পি.সি (P.C) শব্দের অর্থ কি?

পার্সোনাল কমপিউটার।

 

০৮। PDA কোন ধরনের কমপিউটার?

- মাইক্রো কমপিউটার।

 

০৯। চার্লস ব্যাবেজ কোন যন্ত্র তৈরি করেন?

- ডিফারেন্স ইঞ্জিন।

 

১০। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কমপিউটার কি?

- ইউনিভ্যাক।

 

১১। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান?

- অ্যাপল।

 

১২। কমপিউটারের প্রজন্ম কয়টি?

 ৫টি।

 

১৩। কমপিউটারের সথে অন্য সকল ইলেকট্রোনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কি?

- প্রোগ্রামিং যন্ত্র।

 

১৪। কমপিউটারের প্রধান বৈশিষ্ট কয়টি?

- ২টি ।

 

১৫। বর্তমান যুগকে কী বলা হয়?

 তথ্যপ্রযুক্তির যুগ।

 

১৬। কমপিউটারের কাজ করার গতি হিসাব করা হয় কী হিসেবে?

- ন্যানো সেকেন্ডে।

 

১৭। ১ মিলি সেকেন্ডে ১ সেকেন্ডের এক ভাগের সমান কত?

এক হাজার।

 

১৮। ১ ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের কত ভাগ?

- একশত কোটি ভাগের এক ভাগ সময়।

 

১৯। কমপিউটারে ভুল ফলাফল প্রদর্শন করলে কি বুঝতে হবে?

ডাটা ইনপুট করা ভুল হয়েছে।

 

২০। ১ ন্যানো সেকেন্ড = কত সেকেন্ড?

সে.

 

২১। Hardware বলতে কি বুঝ?

শক্ত সামগ্রী।

 

২২। কি কমপিউটারের বাস নয়?

- ভি.ই.এস.এ।

 

২৩। কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না?

- ফপি ডিস্ক।

 

২৪। কী-বোর্ডের ঈঃৎষ,অষঃ,ঝযরভঃ কী-গুলোকে কী

Modifier Key.

 

২৫। কী-বোর্ডে কতগুলো কী থাকে?

-১০৪-১১০ টি।

 

২৬। কমপিউটারের স্পেশাল ডিভাইস কোনটি।

মাদারবোর্ড।

 

২৭। কমপিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে?

তিন ধরনের।

 

২৮। সি.পি.ইউ কে কয় ভাগে ভাগ করা যায়?

তিন ভাগে।

 

২৯। প্রথম প্রজন্মের কমপিউটারে ইনপুট আউটপুট হিসেবে কী ব্যবহার করা হতো।

পাঞ্চকার্ড।

 

৩০। টেড হফ কোন বিশ্ববিদ্যালয়ের শিক ছিলেন?

 স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

 

৩১। ’টেড হফ’ কতসালে মাইক্রোপ্রসেসরের একটি কার্যকর মডেল তৈরি করেন?

 ১৯৭০ সালে।

 

৩২। টেড হফ এর তৈরি মাইক্রোপ্রসেসরের নাম কী ছিল?

কমপিউটার ইন এ চিপ।

 

৩৩। মাইক্রোপ্রসেসরের কাজ কী?

তথ্য প্রক্রিয়াকরণ করা।

 

৩৪। মাইক্রোপ্রসেসরের অংশ কোনটি?

- এএল ইউ, কন্ট্রোল ইউনিট, র্যাম প্রভৃতি

 

৩৫। মাইক্রোপ্রসেসরের অংশ নয় কোনটি?

রেজিস্টার অ্যারে।

 

৩৬। মাইক্রোপ্রসেসরের কোন অংশ তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে?

গাণিতিক ইউনিট।

 

৩৭। মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়?

 ALU.

 

৩৮। গাণিতিক যুক্তি ইউনিটে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য যে অস্থায়ী উপাত্ত ব্যবহার করা হয় তার নাম কী?

অপারেন্ড।

 

৩৯। মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি ইউনিটের কাজ কয় ভাগে ভাগ করা যায়?

 তিন ভাগে।

 

৪০। ইন্সট্রাকশন সাইকেল/নির্দেশ চক্রকে কতভাগে ভাগ করা যায়?

২ ভাগে।

 

৪১। সি.পি.ইউ এর তথ্য প্রক্রিয়াকরণের কাজ করার সময় তথ্যকে ক্ষয়ান ক্ষণস্থায়ীভাবে কোথায় জমা রাখা হয়?

 রেজিস্টারে।

 

৪২। রেজিস্টার হচ্ছে——

 কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশে অস্থায়ী তথ্য ধারণের স্থান।

 

৪৩। গাণিতিক ফলাফল সংরণের জন্য কোন রেজিস্টার ব্যবহার করা হয়?

অ্যাকুমোলেটর রেজিস্টার।

 

৪৪। র্যামের বৈশিষ্ট কি?

বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়।

 

৪৫। প্রথম কমপিউটার প্রোগ্রামার কে?

লেডি অগডা আগাস্ট।

 

৪৬। I.B.M এর পূর্ণরূপ কোনটি?

International Business Machine.

 

৪৭। কাজের প্রকৃতি অনুসারে কমপিউটারকে তিন ভাগে ভাগ করা হয় সেগুলো কী কী?

এনালগ, ডিজিটাল, হাইব্রিড।

 

৪৮। প্রিন্টার তিন ধরনের হয় সেগুলো কী?

লেজার, ইনকজেট, ডট ম্যাট্রিক্স।

 

৪৯। লাইট পেন হল এক ধরনের ——-কী?

ইনপুট ডিভাইস।

 

৫০। ডট মেট্রিক্স প্রিন্টারের মুদ্রণ হয় কিসের সাহায্যে

পিন ও রিবণের সাহায্যে।

 

৫১। কোনটি উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র?

লেজার প্রিন্টার।

 

৫২। প্লটার কোন ধরনের যন্ত্র?

আউটপুট ডিভাইস।

 

৫৩। প্লটার কী?

মানচিত্র ও অন্যান্য নক্সা প্রিন্ট করার জন্য একধরনের প্রিন্টার যা পেন এর সাহায্যে প্রিন্ট হয়েথাকে।

 

৫৪। মডেম কোন ধরনের যন্ত্র?

 ইনপুট ও আউটপুট যন্ত্র যা তথ্য আদান-প্রদান করে থাকে।

 

৫৫। কোন যন্ত্রের সাহায্যে কমপিউটার ভাষাকে টেলিফোনের ভাষায় এবং টেলিফোনের ভাষাকে কমপিউটারের ভাষায় রুপান্তর করে তথ্য প্রেরণ ও গ্রহণ করা যায়।

মডেম।

 

৫৬। Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ কী?

MODEM.

 

৫৭। ডিজিটাল ক্যামেরাতে কী প্রয়োজন হয় না?

ফিল্ম।

 

৫৮। পোস্ট স্ক্রিপ্ট কী?

প্রিন্টারের ভাষা।

 

৫৯। পারসোনাল কমপিউটার এর কারিগরি নাম কী?

মাইক্রো কমপিউটার।

 

৬০। ক্লোন কী?

আই.বি.এম পিসির নকল।

 

৬১। মাইক্রোপ্রসেসরের ৮০৮০ ভিত্তিক কমপিউটারের নাম কী ছিল।

আলতেয়ার।

 

৬২। কোন সালে আই.বি.এম পিসি নামে মাইক্রো কমপিউটার বাজারে ছাড়ে?

১৯৮১ সালে।

 

৬৩। মাইক্রোসফ্ট কোম্পানির এর প্রধান সফ্টওয়্যার স্থপতির নাম কী / প্রতিষ্ঠাতার নাম কী?

বিল গেটস।

 

৬৪। সামরিক রণকৌশল নির্ণয়, আবহাওয়া পূর্বাভাস, তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় কোন কমপিউটার?

 সুপার কমপিউটার।

 

৬৫। মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে কি?

প্রসেসর ও র্যাম।

 

৬৬। ফার্মওয়ার সংরতি থাকে কোথায়।

রমে।

 

৬৭। কমপিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধান করে…

ALU

 

৬৮। কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়?

ডটিা প্রসেসিং করা।

 

৬৯। মাইক্রো প্রসেসর কত সালে আবি®কৃত হয়?

১৯৭১ সালে।

 

৭০। ইউনিভ্যাক মার্ক-১ কোন প্রজন্মের কমপিউটার?

প্রথম প্রজন্মের।

 

৭১। কত সালে ট্রানজিস্টার উদ্ভাবন করা হয়?

১৯৪৮ সালে।

 

৭২। ইন্টেল কোন দেশের কোম্পানি?

 যুক্তরাষ্ট্র।

 

৭৩। কোন প্রজন্মের কমপিউটারের সঙ্গে মনিটরের সংযোগ শুরু হয়।

তৃতীয় পজন্মের।

 

৭৪। মাইক্রোপ্রসেসর প্রচলন হয় কোন প্রজন্মের কমপিউটারে?

চতুর্থ।

 

৭৫। কমপিউটারের প্রধান বৈশিষ্ট কী?

নির্ভুলতা।

 

৭৬। মাই কমপিউটার হল ——–

ডকুমেন্টর ফোল্ডার।

 

৭৭। কোনটি স্টোরেজ ডিভাইস?

হার্ডডিস্ক।

 

৭৮। নেটওয়ার্কিং এর সুবিধা কী?

একসাথে অনেক লোক ব্যবহার করতে পারে।

 

৭৯। কমপিউটার কার্যম করার জন্য কী প্রয়োজন?

Operating System.

 

৮০। হাইব্রিড কমপিউটার কী কাজে ব্যবহার করা হয়?

নভোযান-এ।

 

৮১। সি.পি.ইউ এর তথ্য প্রক্রিয়াকরণের কাজ করার সময় তথ্যকে ক্ষয়ান ক্ষণস্থায়ীভাবে কোথায় জমা রাখা হয়?

রেজিস্টারে।

 

৮২। মাইক্রো কমপিউটার হল———

ড্রাইভ ফোল্ডার।

 

৮৩। সফটওয়্যার কী?

এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি।

 

৮৪। BIOS কী?

একটি ফার্মায়্যার।

 

৮৫। তৃতীয় প্রজন্মর কমপিউটারের বৈশিষ্ট্য কী?

I.C.

 

৮৬। আকার ও আকৃতি অনুসারে কমপিউটার কত প্রকার?

- চার প্রকার।

 

৮৭। কোনটিকে রিডরেঞ্জ কমপিউটার বলা হয়?

মিনিফ্রেম কমপিউটার।

 

৮৮। কমপিউটার সংগঠন বা হার্ডওয়্যারের প্রধান অংশ কয়টি?

তিনটি।

 

৮৯। আই.বি.এম ১৬২০ কমপিউটারটি কী ধরনের কমপিউটার?

মেইনফ্রেম কমপিউটার।

 

৯০। প্রথম গণনা যন্ত্রের নাম কী?

অ্যাবাকাস।

 

৯১। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্রের নাম কী?

MARK-1

 

৯২। মার্ক-১ এর দৈর্ঘ ছিল?

৫১ ফুট লম্বা।

 

৯৩। সংরতি প্রোগ্রামের ধারণা দেন কে?

ড.জন ভন নিউম্যান।

 

৯৪। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কমপিউটার কোনটি?

ইউনিভ্যাক।

 

৯৫। আমাদের দেশে কত সালে কপিরাইটার আইন প্রণয়ন করা হয়।

 ১৯৬২ সালে।

 

৯৬। সিস্টেম সফ্টওয়্যার কত প্রকার?

৪ প্রকার।

 

৯৭। মিডিয়া প্লেয়ার সফ্টওয়্যার কত প্রকার?

 ২ প্রকার।

 

৯৮। কর্যগত দিক থেকে কমপিউটারের সফ্টওয়্যারকে কত ভাগে ভাগ করা যায়?

৩ ভাগে।

 

৯৯। সফ্টওয়্যার কত প্রকার?

 ২ প্রকার।

কম্পিউটার নিয়ে পরীক্ষায় আসা প্রশ্ন এবং উত্তর-৩
আজকের চাকরির খবর
চাকরির খবর

👇কমেন্ট করুন👇

একটি মন্তব্য পোস্ট করুন

এ সপ্তাহে প্রকাশিত সকল চাকরির পত্রিকা গুলো একসঙ্গে দেখুন নিচের দেওয়া লিংক গুলো থেকে

বেশি পদের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য গুলো পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel