পরীক্ষায় আসা কম্পিউটার নিয়ে প্রশ্ন এবং উত্তর-১ | Questions and answers about the computer that came in the test-1

 

০১। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয় না?

দশমিক

 

০২। চন্দ্রাবতী হলো

বাংলা ফন্টের নাম

 

০৩। কোনটি চিত্রভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম?

এক্সেল

 

০৪। ডাটাবেজ অর্থ হল

তথ্যবিন্যাস

 

০৫। বিজয় কী বোর্ড ব্যবহার করার জন্য কী টাইপ করতে হয়?

Ctrl+Alt+B

 

০৬। কম্পিউটার মাউস কে তৈরী করেন?

উইলিয়াম ইংলিস

 

০৭। WWW এর জনক কে?

টিম বার্নস লি

 

০৮। কম্পিউটারের ভাষা কি প্রকৃতির হয়?

ডিজিটাল

 

০৯। কার্সর (Cursor) কি?

আলোক রেখা

 

১০। উইন্ডোজ আসলে কিসের মতো?

খোলা জানালা

 

১১। অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়?

ডিলিট বা ব্যাকস্পেস

 

১২। কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন? 

ফ্রেড কোহেন

 

১৩। ডেটা ফাইলসমুহ আক্রমণ করে কোন ভাইরাস?

ম্যাক্রো ভাইরাস

 

১৪। মাউসকে ঝুলিয়ে ধরনের কিসের মতো দেখায়?

ইদুরের মত

 

১৫। ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োয়ন?

ফাইল মেনু

 

১৬। কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে-

ডাটা ইনপুট করায় ভুল হয়েছে।

 

১৭। ইনপুট ডিভাইস কোনটি?

 কিবোর্ড

 

১৮। আউটপুট ডিভাইস কোনটি?

মনিটর

 

১৯। সিপিইউ এর অংশ নয় কোনটি?

মেমোরি

 

২০। কম্পিউটারের স্মৃতি কত প্রকার। 



 

২১। কম্পিউটার প্রধানত কয় প্রকার?

 ৩

 

২২। ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কোনটি?

ওয়ার্ড প্রসেসর

 

২৩। ৫৩D কোন ধরনের সংখ্যা?

হেক্সাডেসিমাল

 

২৪। সংখ্যা পদ্ধিতি মোট কত প্রকার?

৪ প্রকার

 

২৫। ফাংশন কি কোন গুলি?

F1-F12

 

২৬। 0-09 পর্যমত্ম Key গুলোর নাম কী?

 Numeric Key

 

২৭। স্পেশাল Key কোনটি ।

Space bar

 

২৮। নিচের কোনটি Antivirus সফ্টওয়্যারের নাম লিখ? 

Norton

 

২৯। MS word-এ Select All এর শর্টকাট কমান্ড কি?

Ctrl+A

 

৩০। LAN এর পূর্ণ নাম লিখ?

Local Area Network

 

৩১। WWW এর পূর্ণ নাম লিখ?

- World Wide-Web

 

৩২। Save কোন মেনুতে রয়েছে?-

File

 

৩৩। মেনুবারে কয়টি মেনু আছে। 

৯টি

 

৩৪। Save এর সর্টকাট কমান্ড লিখ।

Ctrl+S

 

৩৫। MS word-এ Symbol কোন মেনুতে আছে।

Insert

 

৩৬। File অর্থ কি?

নথিপত্র

 

৩৭। Data Processing কয় প্রকার?



 

৩৮। জ্জ্ব কিভাবে লিখতে হয় … –

জ্ জ্ ব

 

৩৯। IBM PC প্রথম বাজারে আসে…

১৯৮১ সালে

 

৪০। মাইক্রোসফ্ট উইন্ডোজ 3.1 বাজারে আসে…

১৯৯২ সালে

 

৪১। Apple Computer কত সালে বাজারে আসে…

১৯৭৬ সালে

 

৪২। MS word-এ New document নেয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়- 

File

 

৪৩। পুরাতন ডকুমেন্ট Open করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়–

File

 

৪৪। Save অর্থ কি?- 

সংরক্ষণ করা

 

৪৫। Pragraph কোন মেনুতে রয়েছে

Format

 

৪৬। MS word-এ Find এর শর্টকাট কমান্ড কি?

Ctrl+F

 

৪৭। MS word-এ Document কে বড় করে দেখার জন্য

Zoom

 

৪৮। M.S Excel –এ কতটি রো আছে?

৬৫,৫৩৬টি

 

৪৯। M.S Excel –এ কতটি কলাম আছে?

২৫৬টি

 

৫০। M.S Excel –এ কতটি Cell আছে?

১,৬৭,৭৭,২১৬টি

 

৫১। বেসিক ভাষা উদ্বোধন করেন?

জন কেমিনি ও টমাস কাটর্জ

 

৫২। পিসি তৈরীতে আবশ্যক নয় কোনটি?

প্রিন্টার

 

৫৩। সাধারণ ডাটাবেজ হলো

একটি ফাইল বিশিষ্ট ডাটাবেজ

 

০০। নিচের কোনটি ইংরেজী ফন্ট নয়?

চন্দ্রাবতী

 

৫৪। লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি?

ওয়ার্ড প্রসের্সিং

 

৫৫। নোটবুক নামে পরিচিত কোনটি?

ল্যাপটপ

 

৫৬। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনার যন্ত্রের নাম- 

MARK-1

 

৫৭। অ্যানিমেশন, গ্রাফিক্স ও সাউন্ডের সমষ্টিকে কি বলা হয়?

মাল্টিমিডিয়া

 

৫৮। ক্যাপস লক কী জন্য ব্যবহার হয়?

বড় হাতের লেখার জন্য

 

৬০। কীবোর্ডে এ্যারো কী-এর সংখ্যা কয়টি?

৪টি।

 

৬১। কিবোর্ডে কয়টি Alt Key আছে? 

২ 

 

৬২। কিবোর্ডে Windos Key কয়টি?

২ টি

 

৬৩। কিবোর্ডে ESC কয়টি?

১টি

 

৬৪। কিবোর্ডে Home Key কয়টি?

১টি

 

৬৫। কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়?

মাইক্রো কম্পিউটার।

 

৬৬। অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে?

পুরো কম্পিউটার সিষ্টেম

 

৬৭। কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরী করে?

অ্যাপল।

 

৬৮। মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি?

মিনিফ্রেম

 

৬৯। এনিমেশন শব্দের অর্থ কি?

জীবন্ত করা।

 

৭০। ই-ফোন কি?

ইন্টারনেট ফোন।

 

৭১। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনা যন্ত্রের নাম

MARK-1

 

৭২। মার্ক-১ এর দৈর্ঘ্য ছিল

৫১ ফুট লম্বা।

 

৭৩। রাশিয়ার এ্যাবাকাশকে কী বলা হয়?

স্কোটিয়া

 

৭৪। পিডিপি-৮ কোন প্রজন্মের কম্পিউটার?

দ্বিতীয়

 

৭৫। লাইট পেন হলো এক ধরণের- 

ইনপুট ডিভাইস।

 

৭৬। কোন ডিক্স সরাসরি ফরমেট করা যায় না।

ফ্লপি ডিক্স।

 

৭৭। RAM Cache কিসের অংশ বিশেষ?

-RAM

 

৭৮। উইন্ডোজ এনটি/২০০০ এর বিটের সংখ্যা হলো

 ৩২

 

৭৯। কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয়?

তৃতীয় প্রজন্ম।

 

৮০। বর্তমান ব্যবহৃত পিসি কোন প্রজন্মে?

-চতুর্থ প্রজন্মের।

 

৮১। ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায়? 

র্যামে।

 

৮২। মডেম হচ্ছে-

তথ্য আদান প্রদানে যন্ত্র।

 

৮৩। বাইনারী অংকের সংক্ষিপ্ত নাম হচ্ছে- 

-বিট।

 

৮৪। একটি ফিল্ডে কতটি বর্ণ হতে পরে?

৬৪টি।

 

৮৫। কোনটি কম্পিউটারের কাঁচা মাল?

তথ্য।

 

৮৬। প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম কি?-

মোজাইক।

 

৮৬। সি ল্যাঙ্গুয়েজের জনক কে?

 ডেনিস রিচি

 

৮৭। সুপার কম্পিউটার কে আবিস্কার করেন? 

সেয়মোর ক্রে

 

৮৮। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম কি?

 ইউনিভ্যাক-১

 

৮৯। মডেমের গতি পরিমাপের একক কি?

-KBPS

 

৯০। সফটওয়্যার কি ধরণের শক্তি। 

অদৃশ্য শক্তি।

 

৯১। হোমপেজ কি

একধরণের ব্যক্তিগত বিজ্ঞাপন।

 

৯২। নিচের কোনটি ডাটাবেজ প্যাকেজ নয়?

জাভা।

 

৯৩। ইউপিএস কত প্রকার?

২ প্রকার।

 

৯৪। এইচটিএমএল একটি

প্রোগ্রাম

 

৯৫। কে এইচটিএমলএল ভাষার রূপদান করেন?

বার্নার্স লী

 

৯৬। শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে কোন প্রোগ্রাম?

বেসিক প্রোগ্রাম।

 

৯৭। কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ?

সি

 

৯৮। ওরাকল কোন ধরনের প্রোগ্রাম?

ডাটাবেজ

 

৯৯। ০ ও ১ এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কি বলে?

বিট

পরীক্ষায় আসা কম্পিউটার নিয়ে প্রশ্ন এবং উত্তর-১
আজকের চাকরির খবর
চাকরির খবর

👇কমেন্ট করুন👇

একটি মন্তব্য পোস্ট করুন

এ সপ্তাহে প্রকাশিত সকল চাকরির পত্রিকা গুলো একসঙ্গে দেখুন নিচের দেওয়া লিংক গুলো থেকে

বেশি পদের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য গুলো পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel