মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জটিল প্রশ্নের উত্তর যাহা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় আসে-১ | Answers to some complex questions about the Liberation War

 

প্রশ্ন: শেখ মুজিবর রহমানকে কবে বঙ্গবন্ধুকে উপাধিতে ভুষিত করা হয়?

১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী।

 

প্রশ্ন: কখন শেখ মুজিবর রহমানকে জাতির জনক ঘোষনা দেয়া হয়?

০৩ মার্চ ১৯৭১।

 

প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে প্রথমে জাতির পিতা ঘোষনা দেন?

আ.স.ম আবদুর রব।

 

প্রশ্ন: ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কয়টি আসন পেয়েছিল?

১৬৭ টি আসন।

 

প্রশ্ন: পাকিস্তানের প্রথম সাধারন নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

০৭ ডিসেম্বর, ১৯৭০সাল।

 

প্রশ্ন: আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন?

 ২৫ মার্চ, ১৯৭১ রাতে।

 

প্রশ্ন: শেখ মুজিব ছয় দফা কর্মসুচী কবে ব্যক্ত করেন?

১৩ ফেব্রুয়ারী ১৯৬৬ সালে।

 

প্রশ্ন:মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?

 ‘জয় বাংলা’।

 

প্রশ্ন:যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?

 ১৯৭১ সালের ২১ নভেম্বর

 

প্রশ্ন:বাংলার মুক্তি সনদ’ হিসেবে কি পরিচিত?

৭ই মার্চের ভাষন

 

প্রশ্ন:সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’?

আইভরি কোস্ট

 

প্রশ্ন:কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?

মেজর জেনারেল জ্যাকব

 

প্রশ্ন:১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত?

জুলফিকার আলী ভুট্টো

 

প্রশ্ন:মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত?

বিচারপতি আবু সায়িদ চৌধুরী

 

প্রশ্ন:মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?

যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস

 

প্রশ্ন:এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে?

৩রা মার্চ

 

প্রশ্ন:অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে?

৬০ টি

 

প্রশ্ন:আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তভু‌র্ক্ত ছিল?

১০নং সেক্টরে

 

প্রশ্ন: শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যিদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি?

গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ

 

প্রশ্ন:শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?

২৩ মার্চ ১৯৬৬

 

প্রশ্ন:মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?

সৈয়দ নজরুল ইসলাম

 

প্রশ্ন:‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন?

মেজর খালেদ মোশারফ

 

প্রশ্ন:মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিলো?

মুক্তিফৌজ

 

প্রশ্ন:কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?

৭ই মার্চ ১৯৭৩

 

প্রশ্ন:বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল?

 ১৭ এপ্রিল, ১৯৭১

 

প্রশ্ন:মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

মওলানা আবদুল হামিদ খান ভাসানী

 

প্রশ্ন:বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম –

যশোর

 

প্রশ্ন:মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিলো?

যুক্তরাজ্য

 

প্রশ্ন:কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?

১৪ই ডিসেম্বর

 

প্রশ্ন:শরনার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার?

ভারত সরকার

 

প্রশ্ন:মার্ক টলী কোন সংবাদ মাদ্যমের সাংবাদিক?

 বিবিসি

 

প্রশ্ন:বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের? ?

ডাচ

 

প্রশ্ন:মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল ?

৩ টি

 

প্রশ্ন:আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়?

ঢাকা সেনানিবাসে।

মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জটিল প্রশ্নের উত্তর যাহা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় আসে
আজকের চাকরির খবর
চাকরির খবর

👇কমেন্ট করুন👇

একটি মন্তব্য পোস্ট করুন

এ সপ্তাহে প্রকাশিত সকল চাকরির পত্রিকা গুলো একসঙ্গে দেখুন নিচের দেওয়া লিংক গুলো থেকে

বেশি পদের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য গুলো পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel