খুলনা
প্রশিক্ষণ কোর্স
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) প্রশিক্ষণার্থীর ভর্তি বিজ্ঞপ্তি
বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
0
বাংলাদেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবলের অভাব এবং ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills Development Coordination and Monitoring Unit (SDCMU) এর সহযােগিতায় Skills for Employment Investment program (SEIP), Tranche-2 এর আওতায় শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) খুলনায়, নারী, উপজাতি ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান। করে মেশিনসপ, ওয়েন্ডিং ও ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স ট্রেডে কর্মসংস্থান উপযােগী প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। সফলভাবে প্রশিক্ষণ সমাপনান্তে প্রশিক্ষনার্থীগনকে শিল্প কারখানায় কর্মসংস্থানের সার্বিক সহযােগিতা প্রদান করা হবে।
প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি বিজ্ঞপ্তিতে।
আজকের চাকরির খবর
চাকরির খবর
👇কমেন্ট করুন👇
একটি মন্তব্য পোস্ট করুন